ফরিদপুরের সালথায় দুই কেজি গাঁজাসহ চান মিয়া শেখ (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত রাত ১১টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারি চান মিয়া, বাউশখালী গ্রামের মৃত মালেক শেখের ছেলে। সালথা থানার ওসি মো. আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে বাউষখালী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চান মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া একই রাতে বাউষখালী এলাকা থেকে মাদক সেবনের সময় ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন