মালয়েশিয়ায় বর্তমানে ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন বাংলাদেশি কর্মী বৈধ ওয়ার্ক পারমিট (পিএলকেএস) নিয়ে কাজ করছেন, যা দেশটির মোট বিদেশি কর্মশক্তির ৩৭ শতাংশ। এতে বিদেশি শ্রমশক্তি সরবরাহকারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশের নাম।
সোমবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদে করা এক প্রশ্নের জবাবে লিখিতভাবে এ তথ্য জানিয়েছে। এর আগে মালয়েশিয়ার সংসদ সদস্য হাসান করিম জানতে চেয়েছিলেন—২০২২ ও ২০২৩ সালে কতজন বাংলাদেশি শ্রমিক আনা হয়েছে, তাদের মধ্যে কতজন বৈধ, কতজন অবৈধ এবং কতজনকে ফেরত পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যম দ্য স্টার’র প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারিতে সীমান্ত বন্ধের পর ২০২২ সালে খুলে দেওয়া হয়। এরপরই ৪৯ হাজার ৩৫৩ বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেন। ২০২৩ সালে প্রবাসী কর্মী নিয়োগ সহজ করতে হাতে নেওয়া হয় ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট রিল্যাক্সেশন পরিকল্পনা। এর মাধ্যমে দেশটিতে গেছেন আরও ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন বাংলাদেশি কর্মী।
অন্যদিকে, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন অস্থায়ী ওয়ার্ক পারমিটধারীকে তাদের নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠিয়েছেন।
অবৈধভাবে অবস্থানকারীদের বিষয়ে জানানো হয়, এ পর্যন্ত ৭৯০ জন বাংলাদেশিকে ভিসার মেয়াদোত্তীর্ণের কারণে আটক করা হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন