রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শান্ত আহমেদ বাবু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত শান্ত আহমেদ বাবু যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকার মৃধাবাড়ী থাকত। সে ওই এলাকার মৃত সদর আলীর ছেলে বলে জানা গেছে।
নিহত শান্তর বন্ধু তন্ময় জানান, রাতে শান্তর এক ছোট ভাইয়ের মোবাইল নিয়ে যায় গলির ভেতর থেকে কয়েকজন দুর্বৃত্ত। পরে বিষয়টি শান্তকে জানালে তিনি ৪-৫ জন বন্ধু মিলে সেখানে যান। পরে জিজ্ঞেস করেন কারা আমার ছোট ভাইয়ের মোবাইল নিয়েছে। এ কথা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গেই তারা ২০-৩০ জন মারধর শুরু করেন।
একপর্যায়ে শান্তর গলায় ছুরি ঢুকিয়ে দেয় এবং শরীফ নামে আরও একজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে শান্তকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত শরীফের অবস্থা আশঙ্কাজনক, তার শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে। এর মধ্যে কয়েক ব্যাগ রক্তের ব্যবস্থা করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন