সরকারি মাধ্যমিক শিক্ষকদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ৫ দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বাসমাশিস নেতারা জেলা প্রশাসক আফিয়া আখতারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৫ দফা দাবির স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবিগুলো হলোÑ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সহকারী শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীতকরণ ও পদোন্নতির সুযোগ নিশ্চিতকরণ, আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনর্বহাল, শূন্যপদে দ্রুত নিয়োগ ও পদায়ন এবং বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়ন। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষায় এ দাবিগুলো বাস্তবায়ন জরুরি। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণে বিলম্ব হলে আন্দোলন আরও কঠোর করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন