আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে এখনো তার ক্যারিয়ার দুই বছর পূর্ণ হয়নি। এরই মধ্যে নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেছেন জাকের আলী অনিক। ২০২৩ সালের অক্টোবরে চীনের হাংজুতে এশিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে অভিষেক হয় তার। এ পর্যন্ত দেশের হয়ে ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক ও ব্যাটসম্যান। তার নামের পাশে ৫৭১ রান। এর মধ্যে তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংসও রয়েছে।
রান কিংবা ব্যক্তিগত ইনিংসের সংখ্যা দিয়ে জাকেরের সামর্থ্য ও মেধা মূল্যায়ন করা যথেষ্ট হবে না। পরিস্থিতির চাহিদা অনুযায়ী যেভাবে ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করে চলেন জাকের, সেই গুণটিই তাকে সবার চেয়ে আলাদা করে রেখেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে একজন ‘ডেঞ্জারাস’ ব্যাটসম্যান হিসেবেই পরিচিতি পেয়েছেন এই ব্যাটসম্যান। পাওয়ার হিটিং আর বড় শট খেলার সক্ষমতাই তাকে এ পরিচিতি এনে দিয়েছে। বিপদের মুখে দলের জন্য ত্রাতা হিসেবে হাজির হন জাকের। সব সময় বড় শট খেলতে বেশ পারদর্শী তিনি। পাওয়ার হিটিংয়ে তার দক্ষতা বিশ্বজুড়ে স্বীকৃত। দল যখন বিপর্যয়ের মুখে থাকে, তখন তিনি একাই দৃশ্যপট বদলে দেন। দলের ইনিংস আগলে রেখে দলকে বড় রানের পুঁিজর দিকে নিয়ে যান।
সাম্প্রতিক যে পারফরম্যান্স প্রদর্শন করেছেন জাকের, সেটিই তাকে ‘ডেঞ্জারাস’ খেতাবটি আরও পাকাপোক্ত করেছে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ৫৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন জাকের। যেখানে ৫টি দর্শনীয় ছক্কায় ইনিংসটি সাজান তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কা হাঁকানো বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকায় সেরা দশে আছেন জাকের। এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ৩৭টি ছক্কা হাঁকিয়ে তালিকায় সাত নম্বরে আছেন তিনি। এ জন্য ৩৩টি ম্যাচ খেলেন এই তরুণ। ৩৮টি ছক্কা হাঁকিয়েছেন আফিফ হোসেন। তবে এ জন্য তাকে ৭০টি ম্যাচ খেলতে হয়েছে। সর্বোচ্চ ৭৭টি ছক্কা হাঁকানোর রেকর্ড মাহমুদউল্লাহর দখলে।
জাকেরকে ‘ডেঞ্জারাস’ ব্যাটসম্যানের খেতাব দিয়েছেন বাংলাদেশের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডও। সিলেটের মাঠে বিশ^বিখ্যাত এই পাওয়ার হিটিং কোচের অধীনে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে উড বলেছেন, জাকের ‘ডেঞ্জারাস’ ব্যাটসম্যান। এই ইংলিশ কোচ বাংলাদেশে নিজের প্রিয় ব্যাটসম্যান হিসেবে জাকেরকেই বেছে নিলেন। উড বলেন, ‘বাংলাদেশে প্রিয় কে? সবাই একেক রকমভাবে ভিন্ন। একজনকে বেছে নিতে হলে জাকেরকে বেছে নেব। হি ইজ ডেঞ্জারাস।
কোচ হিসেবে আপনাকে আউট অব দ্য বক্স ভাবতে হবে। আমি হাতুড়ি ব্যবহার করেছি, যেটা জাকেরের হাতে দেখেছেন। ওকে বুঝিয়ে দিচ্ছিলাম, এটা কী কাজে ব্যবহার করতে হবে। তাকে দেখাচ্ছিলাম, আমি এটা কী কারণে ব্যবহার করি।’ উড হাতুড়ি বলতে প্রো ভেলোসিটি ব্যাটতেই বুঝিয়েছেন। বাংলাদেশের অনুশীলনে প্রথমবার এই ব্যাট ব্যবহার করছেন উড। তিনি বলেন, ‘এটা অন্যতম সেরা ব্যাটিং প্র্যাকটিস টুল। এটা আপনার সুইং ক্লিন করে, এটা ব্যাটের চেয়ে একটু ভারী। ৩ পাউন্ডের ওপরে।
যখন আপনি ব্যান্ড করেন ১৫ পাউন্ডের চাপ তৈরি করে। এটা হাতের শক্তি বাড়ায়, সুইং আরও ভালো করে। খেলোয়াড়রা ইনস্ট্যান্ট ফিডব্যাক পায়। এটা দারুণ একটা টুল।’ পাওয়ার হিটিং কোচ উডের ছোঁয়ায় সামনে আরও বিপজ্জনক ব্যাটসম্যান হিসেবেই প্রতিপক্ষের সামনে আবির্ভূত হবেন জাকের আলীÑ এই প্রত্যাশা সবার। দুয়ারে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ আসর। গুরুত্বপূর্ণ এ দুটি প্রতিযোগিতায় জাকেরের ব্যাটের দিকে বাড়তি আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবে বাংলাদেশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন