মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:২৯ এএম

মিয়ানমারের ঐতিহাসিক রেলসেতু গুঁড়িয়ে দিল বিদ্রোহীরা

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৯:২৯ এএম

মিয়ানমারের ঐতিহাসিক রেলসেতু গুঁড়িয়ে দিল বিদ্রোহীরা

মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী সশস্ত্র বিদ্রোহীরা বোমা হামলা চালিয়ে দেশের অন্যতম ঐতিহাসিক ‘গোকটেইক’ রেলসেতু ধ্বংস করে দিয়েছে। জান্তা সরকারের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। গোকটেইক রেলওয়ে সেতু ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৪ ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি মিয়ানমারের সর্বোচ্চ রেলসেতু হিসেবে পরিচিত। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত এই সেতু চালু হওয়ার সময় বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ট্রেসেল সেতু হিসেবে খ্যাত ছিল। সেতুটি মান্দালয় থেকে উত্তর শান অঙ্গরাজ্য পর্যন্ত রেলপথে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করত।

জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন এক ভিডিও বার্তায় জানান, তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরাই বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক গোকটেইক সেতুটি ধ্বংস করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও ও ছবিতে দেখা যায়, সেতুটি আংশিকভাবে ধসে পড়েছে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিদ্রোহী গোষ্ঠী টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই উ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনীর বোমা হামলায়।

তিনি বলেন, ‘আজ সকালেই মিয়ানমারের সেনারা ড্রোন ব্যবহার করে আমাদের ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করেছে। কিন্তু তাদের হামলা গোকটেইক সেতুতেও আঘাত হানে। ‘গোকটেইক’ সেতুর ধ্বংস দেশের রেল যোগাযোগে বড় ধরনের বিঘœ সৃষ্টি করেছে এবং বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের গতি আরও প্রকট করেছে। এই ঘটনা আন্তর্জাতিক মহলে মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা ও সামরিক দমননীতি সম্পর্কে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। বোমা হামলা চালিয়ে মিয়ানমারের সবচেয়ে উঁচু রেলসেতু ‘গোকটেইক সেতু’ গুঁড়িয়ে দিয়েছে সশস্ত্র বিদ্রোহীরা।

এই সেতু বিশ্বের ঐতিহাসিক রেলসেতুগুলোর একটি। রোববার মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এএফপি জানায়, রোববার (২৪ আগস্ট) সামরিক সরকারের মুখপাত্র জ্য মিন তুন এক ভিডিও বার্তায় অভিযোগ করে বলেন, ‘তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) যৌথভাবে বোমা হামলা চালিয়ে সেতুটি ধ্বংস করেছে।’ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, সেতুটি আংশিক ধসে পড়েছে এবং মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মুখপাত্র লওয়ে ইয়াই উ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আজ সকালে জান্তা সেনারা ড্রোন দিয়ে আমাদের ঘাঁটিতে বোমা হামলা চালায়।

সেই হামলার বোমাই গোকটেইক সেতুতে আঘাত হানে।’ গোকটেইক রেলসেতুটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৩৪ ফুট উঁচুতে অবস্থিত। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত এই সেতু তখন বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ট্রেসেল সেতু হিসেবে পরিচিত ছিল।

এটি মিয়ানমারের মান্দালে থেকে উত্তর শান অঙ্গরাজ্যকে রেলপথে সংযুক্ত করেছে। এর আগে সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে জান্তা বাহিনী ও টিএনএলএর মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। যদিও গত জুলাইয়ে নাওংকিও শহর পুনর্দখলের দাবি করেছিল সামরিক সরকার। মিয়ানমার ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধের কবলে রয়েছে। দেশটির সেনাবাহিনী বর্তমানে বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও গণতন্ত্রকামী প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে লড়াই করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!