বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:৩৭ এএম

জাকসু নির্বাচনের জন্য  ১ কোটি ৩২ লাখ টাকার খসড়া বাজেট 

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৭:৩৭ এএম

জাকসু

জাকসু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের জন্য খসড়া বাজেট চাওয়া হয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা। 

গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এ খসড়া বাজেট অনুমোদনের জন্য যান। টিমের অন্য সদস্যরা হলেনÑ উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুর রব।  

এর আগে জাকসু নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বরাবর ১ কোটি ৩২ লাখ টাকার একটি  খসড়া বাজেট জমা দেন। কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব জানিয়েছেন, আবেদনটি উপাচার্যের মাধ্যমে অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হয়েছে।  

এ বিষয়ে প্রশাসনের এক কর্মকর্তা বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকসু নির্বাচনের বাজেট অনুমোদনের জন্য একটি চিঠি ও বাজেটের খসড়া নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। 

জাকসু নির্বাচনে প্রস্তাবিত বাজেট ১ কোটি ৩২ লাখ ২০ হাজার ৯২৫ টাকা। ওই বাজেটের বৃহদাংশ ২৪ লাখ ১৫ হাজার টাকা ব্যয় হচ্ছে নির্বাচনি কেন্দ্র প্রস্তুতকরণ। পাশাপাশি নির্বাচন কমিশন, কমিশন সহায়ক, নির্বাচন মনিটরিং, ভোটার লিস্ট প্রস্তুতকরণ বাবদ সম্মানীতে ব্যয় ২২ লাখ ৬৫ হাজার ৫শ টাকা। ব্যালট ও অন্যান্য প্রিন্টিং, নির্বাচনি কর্মকর্তাদের সম্মানী, আপ্যায়নে ৩৩ লাখ ২৫ হাজার ৫শ টাকা বৃহত্তর ব্যয়।

জাকসু নির্বাচনি বাজেট অনুমোদন বিষয়ে এর আগে কোষাধ্যক্ষ জানান, চলতি অর্থবছরের বাজেটে জাকসু নির্বাচনের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। সম্প্রতি নতুন করে জাকসুর জন্য ফান্ড গঠন করা হয়েছে। ইউজিসি যদি অনুমোদন না দেয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতটুকু সম্ভব অর্থ দিয়ে নির্বাচন সম্পন্ন করবে।  নির্বাচনে এ ব্যয়ের ক্ষেত্রে অন্য কোনো খাতে সংকট তৈরি হবে কি নাÑ এ বিষয়ে প্রশ্নে কোষাধ্যক্ষ জানান, জাকসু ভবন সংস্কারসহ বেশকিছু  কাজ করতে হবে। যদি বরাদ্দ পুরোপুরি না পাওয়া যায় তাহলে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে ব্যয় করলে সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আমেজ চলছে। তবে নিয়মিত নির্বাচন না হওয়ায় আসন্ন নির্বাচনের বাজেট তৈরিতে নানা জটিলতা তৈরি হচ্ছে। তিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য খসড়া বাজেট প্রস্তুত করা হয়েছে। যার পরিমাণ ২ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে বেশি বাজেটের প্রস্তাব করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে বাজেট তহবিল কর্মকর্তা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর পূর্বেই একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে আমাদের এখানে দীর্ঘ ৩৩ বছর ধরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আমাদের সবকিছু নতুনভাবে তৈরি করতে হবে।

নির্বাচনি ব্যয় নিয়ে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর এলাহি জানান, ‘জাকসু ভবন সংস্কার, ভোটকেন্দ্র স্থাপন করতে হবে বিধায় খরচ বাড়ছে। এ ছাড়া এবারের নির্বাচনে অনেক প্রার্থী। সে কারণে ব্যালট পেপার ও ব্যালট বক্স তৈরিতেও অতিরিক্ত খরচ হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!