বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) নিয়োগ পরীক্ষার প্রশ্ন কমন পড়ার প্রলোভন দেখিয়ে ‘সাজেশন’ বিক্রির চেষ্টা করা হয়েছিল। প্রতারণার শিকার হওয়ার প্রলোভনে প্রার্থীরা ২৮০ থেকে ১,৬০০ টাকায় ৫৫০টি এমসিকিউ প্রশ্নের সাজেশন কিনতে বাধ্য হচ্ছিল।
চক্রের মূল হোতা মতিউর রহমানকে (৩২) গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। তার বাড়ি জামালপুরের ইসলামপুরে। নন-ক্যাডার পদের এই নিয়োগ পরীক্ষা ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
সংখ্যাতিরিক্ত (সুপারনিউমারারি) অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম জানান, গত মঙ্গলবার জামালপুরের মেলান্দহ থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান এখনো চলমান।
চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সিক্রেট সাজেশন শিট’ নামে পোস্ট দিয়ে ৫৫০টি এমসিকিউ প্রশ্নের উত্তর বিক্রির প্রলোভন দেখাত। তারা দাবি করেছিল, এই সাজেশন থেকে ৮০–৯০ শতাংশ প্রশ্ন কমন পড়বে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২৮০ টাকা থেকে সর্বোচ্চ ১,৬০০ টাকার বিনিময়ে এই সাজেশন বিতরণ করা হতো।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযোগ পাওয়ার পর পিএসসি বিষয়টি সিআইডিকে জানিয়েছে। প্রযুক্তির মাধ্যমে মূল হোতাকে শনাক্ত করে সিআইডি জামালপুর জেলা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে। এ ছাড়া তার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্ট ফরেনসিকভাবে যাচাই করা হচ্ছে।
এ অবস্থায় ওই নিয়োগ পরীক্ষা হবে কি না- জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দারদুনা বলেন, এ ঘটনায় পরীক্ষার ওপর কোনো প্রভাব পড়বে না। পরীক্ষা নির্ধারিত সময়েই হবে।
 

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন