আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস ও ওপেনার তানজিদ হাসান তামিমের। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে যে পারফরম্যান্স দেখান তারা, সেটি তাদের র্যাঙ্কিংয়ে বেশ প্রভাব ফেলেছে। ব্যাটসম্যানদের তালিকায় ৮ ধাপ এগিয়েছেন বাংলাদেশ তামিম। এক ধাপ অগ্রগতি হয়েছে লিটনের। পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে এখন ৩৬তম স্থানে আছেন তানজিদ। তালিকায় তার ওপরে নেই বাংলাদেশের আর কেউ। বাংলাদেশ অধিনায়ক লিটনের অবস্থান ৪৭তম। সিলেটে ডাচদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১০৪ রানের লক্ষ্য তাড়ায় ৫৪ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তানজিদ। তার ৪০ বলের ইনিংসটি গড়া ছিল ২ ছক্কা ও ৪টি চারে। ওই ম্যাচে ২ চারে ১৮ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন লিটন। দ্বিতীয় ম্যাচে অতটা ভালো করতে পারেননি তানজিদ। ২ চারে ২৪ বলে ২৯ রান করে ফেরেন তিনি।
তবে আগের ম্যাচের মতো এবারও দলকে জিতিয়ে ফেরেন লিটন। চমৎকার ব্যাটিংয়ে ২ ছক্কা ও ৬টি চারে ২৯ বলে খেলেন ৫৪ রানের খুনে ইনিংস। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আর কারো উন্নতি হয়নি। উল্টো দুই ম্যাচেই ব্যাটিং না পাওয়া তাওহিদ হৃদয় ছয় ধাপ ও জাকের আলী চার ধাপ নিচে নেমে গেছেন। দুজনে যথাক্রমে আছেন ৪৮ ও ৬৩ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া বাঁহাতি পেসার আগের মতোই দ্বাদশ স্থানে আছেন। ১৭ নম্বরে শেখ মেহেদি হাসান, যার শিকার দুই ম্যাচে ১টি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪টিসহ দুই ম্যাচে মোট ৬ উইকেট নেওয়া তাসকিন আহমেদেরও উন্নতি হয়নি। আগের মতোই ২৫তম স্থানে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ-সেরা এই পেসার। এক ধাপ নিচে নেমে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
তার অবস্থান এখন ২১তম। পেসার শরিফুল ইসলামের অবনতি তিন ধাপ, আছেন ৫০ নম্বরে। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে প্রথম ৩৫ জনের মধ্যে নেই বাংলাদেশের কেউ। এক ধাপ পিছিয়ে অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডির সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে মেহেদি হাসান। এদিকে, প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন সিকান্দার রাজা। হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ৯২ ও ৫৯ রানের ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার। রাজার রেটিং পয়েন্ট ৩০২, টপকে গেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) ও মোহাম্মদ নবিকে (২৯২)। ওমরজাই এখন দুইয়ে, নবি তিনে। এই তালিকার চারে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (২৪৯)।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন