বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:৪৫ এএম

দিনাজপুরে ককশিটের বিমান বানিয়ে আকাশে উড়াল যুবক

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:৪৫ এএম

ককশিটের বিমান হাতে অনুকূল রায় ও তার বন্ধুরা।   ছবি- সংগৃহীত

ককশিটের বিমান হাতে অনুকূল রায় ও তার বন্ধুরা। ছবি- সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলার প্রত্যন্ত গ্রাম গোয়ালপাড়ায় জন্ম নেওয়া অনুকূল রায় (১৬) দারিদ্র্যের কাছে হার মানেনি। অদম্য ইচ্ছাশক্তি ও প্রতিভার জোরে নিজের হাতে তৈরি করেছে বিমান। সম্প্রতি ‘দ্য রয়েল স্কাই–১১০’ নামের বিমান প্রথমবার আকাশে উড়তে দেখায় চারপাশে সৃষ্টি হয়েছে ব্যাপক সাড়া।

শৈশব থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি অনুকূলের আগ্রহ ছিল। আর্থিক সীমাবদ্ধতা তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ালেও বাবা রণজিৎ রায়ের উৎসাহে থেমে থাকেনি সে। প্রায় ৩০ হাজার টাকা খরচ করে বাবার সহযোগিতায় তৈরি করেছে বিমানটি।

বিমানটির কাঠামো তৈরি হয়েছে কর্কশিট দিয়ে। এতে ব্যবহার করা হয়েছে রেডিও কন্ট্রোলার, লিপো ব্যাটারি, প্রপেলার, বিএলডিসি মোটর, স্পিড কন্ট্রোলার, কার্বো মোটর, ছোট ফ্যান ও চাকা। রিমোট কন্ট্রোলের মাধ্যমে পুরো বিমান নিয়ন্ত্রণ করা যায়।

অনুকূল জানান, বিমান তৈরির পথে নানা প্রতিবন্ধকতা এসেছে। তবে পরিবার পাশে থাকায় সে সফল হয়েছে।

তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় কিছু করতে চাই। এর আগে ২০২৩ সালে সে একটি রোবটও তৈরি করেছিল। চলতি বছর সে আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

তার বাবা রণজিৎ রায় বলেন, সামর্থ্য সীমিত হলেও ছেলের স্বপ্ন পূরণে সবসময় পাশে থেকেছি। অনুকূলের সাফল্যে এলাকার মানুষও গর্বিত।

গ্রামবাসীরা বলছেন, অনুকূলের এই উদ্ভাবন শুধু তার পরিবার নয়, পুরো এলাকার সম্মানের প্রতীক। তাদের বিশ্বাস, ভবিষ্যতে এই কিশোরের হাত ধরেই আরও বড় সাফল্য আসবে, যা দেশেরও গর্ব বাড়াবে।

রূপালী বাংলাদেশ

Link copied!