বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০২:৩৮ এএম

‘পারফেক্ট ওয়াইফ’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০২:৩৮ এএম

‘পারফেক্ট ওয়াইফ’

নতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এবারের কাজটি রোমান্টিক-কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’। এটি মুক্তি পাবে আজ রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এরই মধ্যে মুক্তি পেয়েছে এর ট্রেলার। যা দেখে ধারণা করা যাচ্ছে তরুণ দুই দম্পতির দাম্পত্য জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি হয়েছে গল্প।

ট্রেলারে স্পষ্ট যে, এক দম্পতি তার বিবাহিত বন্ধুর বাড়িতে বেরাতে আসে। আর তারপর থেকেই শুরু হয় নানান ঘটনা। দুই দম্পতির মধ্যে ভালোবাসা থাকলেও ধীরে ধীরে তৈরি হতে থাকে কলহ। কিন্তু এই কলহের উৎপত্তি কোথায়? নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, কলহের উৎপত্তি বোঝা যাবে কনটেন্টটি দেখার পর। তবে এই এই বোঝাপড়াটা এত সহজ নয়।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘পুরুষালি দৃষ্টিভঙ্গিতে ‘মনের মতো বউ’ বলে একটা বিষয় কাজ করে। স্বামী দ্বারা নির্ধারিত কিছু গুণ থাকলেই হয়তো সেই স্ত্রী পারফেক্ট। এই প্রচলিত ধারণা বা আকাক্সক্ষাকে প্রশ্ন করতেই আমাদের নতুন নির্মাণ ‘পারফেক্ট ওয়াইফ’। আমরা এই গল্পটা একটু মজা করে বলার চেষ্টা করেছি। আমার মনে হয় দর্শকরা পছন্দ করবেন।’

‘মনপুরা’, ‘স্বপ্নজাল’, ‘পাপ পুণ্য’, ‘কাজলরেখা’ এবং অরিজিনাল ফিল্ম ‘গুণিন’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের কাছে দর্শকরা সিনেমাই প্রত্যাশা করে। কেন হঠাৎ করে কম দৈর্ঘ্যরে কনটেন্ট নির্মাণ করলেন তিনি? উত্তরে এ নির্মাতা বলেন, ‘নির্মাতা হিসেবে আমি সব রকমের কাজই করতে চাই এবং করাই উচিত বলে মনে করি।’

তরুণ-নবীনদের নিয়েই কাজটি করেছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি জানান, এ কনটেন্টের সিনেমাটোগ্রাফার, এডিটর, মিউজিক ডিরেক্টর এবারই প্রথম ফিকশনে কাজ করলেন। ফ্ল্যাশ ফিকশন ‘পারফেক্ট ওয়াইফ’-এ দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, আরিয়ানা জামান। আরেক দম্পতির ভূমিকায় আছেন মীর রাব্বি ও জৌপারী লুসাই। এদের মধ্যে সুদীপ বিশ্বাস দীপ ছাড়া বাকি তিন জনই প্রথমবারের মতো কাজ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের নির্দেশনায়। এমন গুণী নির্মাতার পরিচালনায় কাজ করে উচ্ছ্বসিত শিল্পীরা।

গল্পে কী ’পারফেক্ট ওয়াইফ’-এর বর্ণনা থাকবে? সুদীপ বিশ্বাস দীপের মতে, জীবনে কিছুই পারফেক্ট না। তিনি বলেন, ’গল্পটি আসলে পারফেক্ট শব্দটাকে জাস্টিফাই করার জন্য না। যেমন আমার চরিত্রটি হলো আইনজীবী বাবার বখে যাওয়া সন্তানের। আমার অনেক কিছুরই অভাব নেই কিন্তু আমি কী পারফেক্ট? এমন অনেক বিষয় খুব মজার ছলে গল্পটিতে বলার চেষ্টা আছে। আমরা খুব মজা করে কাজ করেছি। আশা করছি, দর্শকরাও মজা পাবেন। আর গল্পের শেষে দারুণ টুইস্ট আছে।’

সুদীপ বিশ্বাস দীপের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন আরিয়ানা জামান। এখানে তিনি একজন আইনজীবী। যার ওপর সংসার ও সম্পত্তির পুরো দায়িত্ব। আরিয়ানা জামান বলেন, ‘গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। আমার একদম বিপরীত স্বভাবের চরিত্রে অভিনয় করেছি। দাম্পত্য জীবনের খুনসুটি, সমস্যা আমার আর দীপ ভাইয়ের চরিত্রের মাধ্যমে উঠে আসবে। সম্পর্কের কঠিন বিষয়গুলো সহজভাবে দেখতে পারবেন দর্শকরা।’

অভিনেতা মীর রাব্বির মতে ‘পারফেক্ট’ বিষয়টা আপেক্ষিক, একেক জনের কাছে ‘পারফেক্ট’ জিনিসটা একেক রকম। অভিনেতা বলেন, ‘গল্পটিতে প্রচলিত প্রবণতা বা অভ্যাসকে একরকম স্যাটায়ার করার চেষ্টা আছে। আমি যে ধরনের কাজ করে এসেছি ‘পারফেক্ট ওয়াইফ’ তার থেকে একটু আলাদা। এখানে একটু কমেডি–ফান রয়েছে, বলা যায় সিচুয়েশনাল কমেডি। এটা বেশ কঠিন কাজ। ফান করার জন্য যেমন মজার দৃশ্যসংলাপ লিখতে হয়, তেমনি অভিনয়শিল্পীদের সেটা উপস্থাপন করতে হয় দারুণভাবে। ডিরেকশনের ভিন্নতা, এডিট, মিউজিক মিলিয়ে দৃশ্যটি হাস্যরসের সৃষ্টি করে। আমরা চেষ্টা করেছি, আশা করছি আমাদের কাজটা দর্শকদের আনন্দ  দিতে পারবে।’

‘পারফেক্ট ওয়াইফ’-এ অন্যরকম চরিত্রে অভিনয় করেছেন জৌপারী লুসাই। বাংলা ছাড়াও তাকে অন্য ভাষায় কথা বলতে শোনা গেছে ট্রেলারে। কেন এমন? অভিনেত্রী জোপারি লুসাই বলেন, ‘এই চরিত্রটি আমার জন্য খুবই আনএক্সপেক্টেড। আমার বিশ্বাস দর্শকরাও একটা ধাক্কা খাবেন এই চরিত্রটি দেখে। শেষটা আরও চমকপ্রদ।’

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির যৌথ প্রযোজনায় নির্মিত ‘পারফেক্ট ওয়াইফ’ চতুর্থ ফ্ল্যাশ ফিকশন।

রূপালী বাংলাদেশ

Link copied!