ঢালিউড সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে পরিচিত বাপ্পারাজ। বাবা নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ১৯৮৬ সালে ‘চাঁপা ডাঙ্গার বউ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন তিনি। ক্যারিয়ারে তিনি সর্বাধিক ত্রিভুজ প্রেমের গল্পে অভিনয় করেছেন।
বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে তিনি। চলতি বছরের শুরুর দিকে জানা যায়, ‘রক্তঋণ’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই অভিনেতা। মোস্তফা খান সিহান পরিচালিত সিরিজটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে।
নতুন খবর হচ্ছে, দীর্ঘ সময় পর নতুন সিনেমায় অভিনয় করছেন বাপ্পারাজ। সিনেমার নাম ‘বিদায়’। ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটির শুটিং চলছে। গত ১৭ অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে সুনামগঞ্জের তাহেরপুরের বিভিন্ন লোকেশনে। গত সোমবার থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন বাপ্পারাজ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
সম্প্রতি বাপ্পারাজ একটি পোস্টে আগেই ‘বিদায়’ সিনেমার নাম জানিয়েছিলেন। তবে অনুরাগী ধারণ করেন, দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত এই অভিনেতা এবার ইন্ডাস্ট্রিকে বিদায় জানাচ্ছেন। অনেকেই অভিনেতার পোস্টে বিদায়ের বিষয়ে জানতে চাইলে কোনো প্রত্যুত্তর দেননি। সিনেমাটি সম্পর্কে জানতে চাইলে বাপ্পারাজ বলেন, ‘আপাতত সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে। তবে শুটিং শেষ করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারব।’
জানা গেছে, প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করে এগিয়েছে ‘বিদায়’-এর গল্প। সিনেমাটিতে চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে বাপ্পারাজকে। বাপ্পারাজ ও প্রার্থনা ফারদিন দীঘি ছাড়াও ‘বিদায়’ সিনেমাতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন