প্রতিদিনের লেনদেন, আয়-ব্যয়ের পরিকল্পনা, সঞ্চয়, ঋণ, বিনিয়োগ, বিমা, জরুরি তহবিল ব্যবস্থাপনাসহ আর্থিক লেনদেনে নিরাপদ থাকার উপায় জানাতে বিনা মূল্যে বিশেষ কোর্স চালু করেছে অনলাইন শিক্ষাভিত্তিক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল ও দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। মোবাইল ফোনভিত্তিক আর্থিক লেনদেনের এই যুগে সব শ্রেণির মানুষ, বিশেষ করে তরুণদের আর্থিক ব্যবস্থাপনায় আরও দক্ষ, সচেতন ও নিরাপদ করে তুলতে পাঁচটি মডিউলে মোট ২৫টি শিক্ষামূলক ভিডিও নিয়ে কোর্সটি চালু করেছে প্রতিষ্ঠান দুটি। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও ডিজিটাল লেনদেন বাড়ছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসসহ (এমএফএস) বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা ব্যবহার করার মাধ্যমে ইতিমধ্যে একটা অভ্যাসগত পরিবর্তনও শুরু হয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ব্যবহারের হার বেশি। ভবিষ্যৎ বাংলাদেশের ক্যাশবিহীন অভিযাত্রায় জরুরি হয়ে পড়েছে ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জানা। প্রযুক্তিভিত্তিক লেনদেনে তৈরি থাকতে ছোট ছোট পরামর্শ এবং মৌলিক তথ্যে সাজানো হয়েছে কোর্সগুলো।
সম্প্রতি টেন মিনিট স্কুলের ফেসবুক পেজে লাইভ ইভেন্টে ‘মানি জ্ঞানী: ডিজিটাল ফিন্যান্সিয়াল মাস্টারি’ কোর্সটির উদ্বোধন করা হয়। ‘টাকা, লেনদেন ও আয়-ব্যয়ের হাতেখড়ি’, ‘নিজের জন্য একটুখানি পার্সোনাল ফিন্যান্স’, ‘ডিজিটাল জগতে আর্থিক লেনদেন’, ‘ডিজিটাল ফিন্যান্সিয়াল সিকিউরিটি’ এবং ‘সুনাগরিকদের জন্য অ্যাডভান্সড ফিন্যান্সিয়াল লিটারেসি’Ñ এই পাঁচ মডিউলের কোর্স প্রশিক্ষক হিসেবে আছেন আয়মান সাদিকসহ টেন মিনিট স্কুল ও বিকাশের এক্সপার্টরা। ভিডিও সেশনগুলোর মাধ্যমে জানার পর কতটা জানা হলো তা যাচাইয়ের জন্য রয়েছে সহজ কিছু প্রশ্ন-উত্তর পর্ব। সম্পূর্ণ ফ্রি এই কোর্স শেষ করার পর অংশগ্রহণকারীদের জন্য রয়েছে ডিজিটাল সার্টিফিকেট। বিজ্ঞপ্তি
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন