চট্টগ্রামের পটিয়ায় সাপের কামড়ে ফেরদৌস বেগম (৩৫) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শুক্কর হাজির বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফেরদৌস বেগম সকালে ঘরের কাজ করার সময় সাপে কামড় দেয়। বিষয়টি তিনি টের না পাওয়ায় হাসপাতালে আনতে দেরি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা দেওয়ার আগেই তার মৃত্যু হয়। নিহত ফেরদৌস বেগম বেলখাইন গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ রাসেলের স্ত্রী। তার এক ছেলে সন্তান রয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক সামিহা রওশন বলেন, ‘রোগীকে আমরা চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।’ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন