দেশব্যাপী উদ্ভাবন ও নতুন উদ্যোক্তা বিকাশে বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার স্টার্টআপ পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে ১৬ তফসিলি ব্যাংক ও ৪টি ফাইন্যান্স কোম্পানি। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টার্ট-আপ ফান্ডের ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে প্রস্তাবিত ইক্যুইটি বিনিয়োগ কোম্পানি স্থাপনে করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা হয়।
সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির পক্ষে স্ব স্ব ব্যবস্থাপনা পরিচালক এই চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিসমূহের এসএমই বিভাগের প্রধানরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে স্টার্ট-আপ কোম্পানিগুলো ব্যবসাক্ষেত্রে উদ্ভাবনী অবকাঠামো তৈরির পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি মূল লক্ষ্য। একইসাথে এই খাত বাংলাদেশকে বিশ্বব্যাপী বিনিয়োগ সুবিধার সাথে সংযুক্ত করছে এবং আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তুলতে সহায়তা করছে।
আলোচ্য চুক্তি অনুযায়ী এখন থেকে স্টার্ট-আপ উদ্যোক্তারা বিভিন্ন ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল হতে সর্বোচ্চ ৪% সুদ/মুনাফা হারে মেয়াদী ও চলতি মূলধন ঋণ/বিনিয়োগ গ্রহণ করতে পারবেন। এছাড়াও, নতুন সার্কুলার অনুযায়ী স্টার্ট-আপ খাতে উদ্যোক্তাদের অনুকূলে বিভিন্ন পর্যায়ভিত্তিক ঋণসীমা ২ কোটি হতে ৮ কোটি টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায়, নতুন জারিকৃত এ সার্কুলারে যে সকল পরিমার্জন ও পরিবর্ধন আনা হয়েছে তা সম্ভাবনাময় এ খাতের অর্থায়ন সুবিধা প্রাপ্তির পথ সহজ করার পাশাপাশি এ খাতের কার্যকর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে মর্মে আমরা আশাবাদী।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন