বাগেরহাটে জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের ঘোড়া দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঘোড়া দীঘিতে মাছের পোনা অবমুক্ত করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম। এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন