ময়মনসিংহের নান্দাইলে জাহাঙ্গীরপুর ইউনিয়নের ১০৩নং জোয়াল ভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছেন না, বরং বিদ্যালয়ে প্রবেশ করতেও কাদায় ভিজে যেতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, মাঠের পূর্বপাশে উঁচু পাকা রাস্তা এবং পশ্চিমপাশে একটি ওয়াশরুম থাকলেও মাঠের চারপাশ উঁচু হওয়ায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলবদ্ধতার কারণে বিদ্যালয়ের মাঠের অবস্থা অত্যন্ত নাজুক। হাঁসের অবাধ বিচরণ এবং নোংরা পানির দুর্গন্ধে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বিদ্যালয়ে প্রবেশ করতে হলে কাদা ও নোংরা পানিতে ভিজে যেতে হয়, ফলে প্রায়শই শিক্ষার্থীরা বই-খাতাসহ কাদাতে মাখামাখি হয়ে পড়ে। এর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সংখ্যা কমে যাচ্ছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, মাঠের পূর্বপাশে পাকা রাস্তা হওয়ায় পানির গতিপথ বন্ধ হয়ে গেছে। তাই মাঠে পানি জমে থাকে। এক বছর ধরে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন সোহেল জানান, মাঠে জলাবদ্ধতার বিষয়টি ইতোমধ্যে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারকে লিখিতভাবে অবগত করেছেন। আশা করছেন, জলাবদ্ধতা দূরীকরণে সংশ্লিষ্ট প্রশাসন খুব শিগগিরই ব্যবস্থা নেবেন। নান্দাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা. ফজিলাতুন্নেছা জানান, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তবে এ বিষয়টি তিনি ইউএনওসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে অবগত করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন