নরসিংদীর বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বালুয়াঘাট জামে মসজিদ কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। একপক্ষ বর্তমান সাধারণ সম্পাদক মো. রহিম মিয়াকে সভাপতি করার প্রস্তাব দিলে অন্যপক্ষ এর বিরোধিতা করে। গত শুক্রবার জুমার নামাজের পর রহিম মিয়ার সমর্থকরা নতুন কমিটি করার প্রস্তাব দিলে বর্তমান কমিটির সভাপতি মো. ইব্রাহীম মিয়ার সমর্থকদের সঙ্গে উত্তেজনা দেখা দেয়।
এরই জেরে গত শনিবার সকালে স্থানীয় সাবেক মেম্বার মো. ইসমাইল মিয়ার সঙ্গে আ. মোতালিব মিয়ার ছেলে শফিকুল ইসলামের কথা-কাটাকাটির একপর্যায়ে শফিকুল দেশীয় অস্ত্র দিয়ে ইসমাইল মিয়াকে আঘাত করেন। পরদিন গত রোববার সকালে ইসমাইল মেম্বারের সমর্থকরা একত্রিত হয়ে শফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরের মালামাল ভাঙচুরসহ শফিকুল ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে।
সংঘর্ষে সাবেক মেম্বার ইসমাইল মিয়া, শফিকুল ইসলাম ও তার স্ত্রী আহত হন। আহতদের বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শফিকুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শফিকুল ইসলামের বাবা মো. আ. মোতালিব ৯ জনের নাম উল্লেখ করে বেলাবো থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অন্যদিকে ইসমাইল মেম্বারের পক্ষ থেকেও থানায় পালটা অভিযোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন