গাজীপুরের কাপাসিয়ায় মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৭ চক্রের উপকারভোগী নারীদের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল সকালে উপজেলার কড়িহাতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলাবিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৭ চক্রের তালিকা অনুযায়ী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় উপজেলার ১১টি ইউনিয়নের ২ হাজার ২৬৬ জন নারী মাসে ৩০ কেজি করে পুষ্টিকর চাল পাবেন। কার্ডধারীদের মধ্যে ৬টি উপাদান মিশানো পুষ্টিকর এ চাল দেওয়া হবে। ‘স্বনির্ভরতার জন্য সহায়তা’ শীর্ষক প্রতিপাদ্যে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চাল বিতরণ ও উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন