গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিটাঙ্গাইলের গোপালপুরে চলন্ত বাসের ধাক্কায় মাথায় রক্তক্ষরণ হয়ে হায়দার আলী (৭৫) নামের এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে আলমনগর ইউনিয়নের নবগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত ইমান আলীর ছেলে। জানা যায়, শালবন সুপার নামে ময়মনসিংহ জৈনাবাজার হয়ে ভালুকা-ত্রিশাল (ময়মনসিংহ-জ ১১-০১৯৯) যাত্রীবাহী বাসটি ২০০১ গম্বুজ মসজিদে যাচ্ছিলেন। পথে নবগ্রাম বাজারে মোড় ঘুরানোর সময় হায়দার আলী রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় সড়কে পড়ে গিয়ে মাথা ফেটে রক্ত বের হতে দেখে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালপুর থানা ওসি (তদন্ত) মামুন ভূঞা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন