দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকা-সহ বেশ কিছু অভিযোগে সাতক্ষীরা জেলার তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের (দাদু) দলীয় পদ স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। গত সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রফিকুল ইসলামকে ১ সেপ্টেম্বর থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের সব কার্যক্রমসহ দলীয় পদ স্থগিত করা হলো। একই সঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি রফিকুল ইসলামের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখল, শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস নামের সেমাই কারখানা দখলের চেষ্টা এবং ৪৫ লাখ টাকা চাঁদা দাবির গুরুতর অভিযোগ ওঠে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন