প্রকৌশলীদের নিয়োগের ক্ষেত্রে আলাদা কমিশন গঠন এবং প্রকৌশল খাতের সংকট নিরসনে ডুয়েট শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে গাজীপুরে বিক্ষোভ সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট) শিক্ষার্থীরা। গতকাল বিকেলে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় মিছিল। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়িতে এসে সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিএসসি বনাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিতর্কে ডুয়েট শিক্ষার্থীদের চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ওঊইর সদস্যপদ ছাড়া কোনো ব্যক্তি তার নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে পারবে না। মেধা, যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে যৌক্তিক উপায়ে পদোন্নতি নিশ্চিত করতে হবে। এ উদ্দেশ্যে সরকারকে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনপূর্বক ন্যায়সংগত ও সর্বজন গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করতে হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন