এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে আজ ৩ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ গ্রুপের আয়োজক দেশ ভিয়েতনাম। ভিয়েত ট্রি স্টেডিয়ামে দুদলের ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা। এ ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ দলকে যে কঠিন পরীক্ষা দিতে হবে, সেটি বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। কেননা শক্তি, সামর্থ্য ও অর্জনে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভিয়েতনাম। তবে ভিয়েতনামকে হারিয়েই বাছাইপর্বের মিশন শুরু করতে চায় বাংলাদেশ।
বাছাইপর্বের জন্য গত আগস্টের প্রথম দিন থেকে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ক্যাম্প শুরু করেন কোচ সাইফুল বারী টিটু। এরপর বাহরাইনে ১২ দিনের ক্যাম্পে দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে দল। সব মিলিয়ে দলের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাছাইপর্ব শুরুর ম্যাচে এই প্রস্তুতিই প্রেরণা হবে বলে মনে করেন বাংলাদেশ দলের দলের গোলকিপিং কোচ মাসুদ হাসান উজ্জ্বল। তার আশা, তাদের বিপক্ষে দারুণ কিছু করবে বাংলাদেশ। উজ্জ্বল বলেন, ‘আপনারা জানেন ৩ তারিখ ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচ। তাদের বিপক্ষে টেকনিক, ট্যাকটিকসে কীভাবে এগিয়ে থাকব এখন ছেলেদের সঙ্গে তা নিয়েই কাজ করছি। আলহামদুলিল্লাহ! ওরা খুব ভালো একটা অবস্থানে আছে এই জায়গাটায়। আশা করছি, প্রথম ম্যাচে ভালো ফল নিয়ে মাঠ ছাড়ব।’ কোচের সুরে কথা বলেছেন গোলকিপার সাকিব আল হাসানও।
তিনি বলেন, ‘আমরা খুব ভালো একটা সেশন করছি। ম্যাচের আগে এটা কাজে দেবে। ভালো কিছু করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ তবে ভিয়েতনামকে হারানো মোটেও সহজ হবে না। শক্তিমত্তা বা র্যাঙ্কিংÑ সব কিছুতেই এগিয়ে ভিয়েতনাম। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪তম। বিপরীতে ভিয়েতনাম আছে ১১৩ নম্বরে। ৭১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে দল প্রস্তুত বলে জানালেন কোচ উজ্জ্বল। তিনি বলেন, ‘ভিয়েতনামকে নিয়ে অনেক আগে থেকে আমরা কাজ করছি, ওদের শক্তিমত্তা-দুর্বলতা নিয়ে কাজ করছি। র্যাঙ্কিংয়ে ভিয়েতনাম আমাদের থেকে অনেক এগিয়ে, টেশনিক্যালি তারা এগিয়ে। তবে সেই দিক থেকে বলবÑ আমাদের ছেলেদের যে মনোভাব, আমাদের যে দীর্ঘ প্রস্তুতি, আমরা ভালো কিছু করতে পারব।’ বাংলাদেশের গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ- ইয়েমেন ও সিঙ্গাপুর। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর তাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন