বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:০৯ এএম

কৌশলগত কারণে ব্রাজিল দলে নেই নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:০৯ এএম

নেইমার

নেইমার

বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা হয়নি তারকা ফুটবলার নেইমারের। ইনজুরির কারণে তাকে দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যা দিয়েছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে নেইমার বলছেন ভিন্ন কথা। তিনি জানান, ইনজুরি নয়, দলের কৌশলগত কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। গত ২৫ আগস্ট রাতে ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন কোচ আনচেলত্তি। দল ঘোষণার আগে নতুন করে চোটে পড়ার খবর সামনে আসায় নেইমারের বাদ পড়া নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়নি। কিন্তু বাদ পড়া নিয়ে নেইমারের নতুন একটি মন্তব্য উসকে দিয়েছে বিতর্ক।

আগে নেইমারকে দলে না রাখার ব্যাখ্যায় আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার ছোটখাটো চোটে পড়েছে। আমাদের নেইমারকে মূল্যায়নের প্রয়োজন নেই। আমরা সবাই জানি সে কে এবং কী করতে পারে। তাকে জাতীয় দলকে যেভাবে সাহায্য করতে দেখে এসেছি আমরা, সে জন্য আমাদের তাকে সেরা অবস্থায় পেতে হবে।’ কিন্তু ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট খেলার পর ভিন্ন ব্যাখ্যা দিলেন নেইমার। গোলশূন্য ড্রয়ের পর তিনি বলেছেন, ‘অ্যাডাক্টরে কিছুটা ফোলা আর অস্বস্তি ছিল।

তবে সেটা গুরুতর কিছু নয়, এর প্রমাণ হলোÑ আমি খেলেছি। ২৪ আগস্ট বাহিয়ার বিপক্ষে খেলার সুযোগ ছিল না। তাই কয়েকটা অনুশীলন বাদ দিয়ে আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।’ এরপর ব্রাজিল দল থেকে নিজের বাদ নিয়ে নেইমার বলেছেন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি যেহেতু এখন দলে নেই, এখন বাইরে বসে দলকে সমর্থন করতে হবে।’ ৫ সেপ্টেম্বর বিশ^কাপ বাছাইপর্বে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ম্যাচটি হবে ব্রাজিলের মাঠে। এরপর ১০ সেপ্টেম্বর ব্রাজিল খেলতে যাবে বলিভিয়ার মাঠে।

রূপালী বাংলাদেশ

Link copied!