হাটবার
অনন্ত পৃথ্বীরাজ
সোমবার হাটবার, কিচিরমিচির গুঞ্জন-
চারপাশে বেচাকিনি যেন পাখির কূজন।
সার হাটা, টিন হাটা, পশু হাটের উত্তাপ
পকেটমারের ছলচাতুরি বাতাসে তার সন্তাপ।
সবজি হাটে পেঁয়াজের ঝাঁজ জনমনে নাভিশ্বাস
খাজনাদারের পিরাপিরি গণমানুষের উপহাস-
সলঙ্গা থানা শহর, ব্রিটিশবিরোধীর আতুর ঘর
সব বৈষম্য দূর করে ছাত্ররা আনবে নতুন স্বর।