বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠ মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল চিলি। এ ম্যাচে গতিময় ফুটবল খেলে ব্রাজিল ৩-০ গোলে হারায় চিলিকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণভাগে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের মতো তারকা ফুটবলাররা। তবুও দাপুটে জয় পেয়েছে কোচ কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধে এস্তেভাও দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়েছেন লুকাস পাকেতা ও ব্রুনো গিমারাইস।
পুরো ম্যাচে ৬৪ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেয় ব্রাজিল। এর মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের তলানিতে থাকা চিলি তিন শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি। খেলার দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। রাফিনিয়ার ক্রসে হেড করলেও গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি গ্যাব্রিয়েল মাগালিয়াইস। দুই মিনিট পর জালে বল পাঠান কাসেমিরো। কিন্তু অফসাইডের জন্য মেলেনি গোল। ৩৮ মিনিটে শেষ হয় ব্রাজিলের গোলের অপেক্ষা। রাফিনিয়ার শট কোনোমতে হাত বাড়িয়ে ফেরান চিলি গোলরক্ষক। ফিরতি বলে সুযোগ কাজে লাগান এস্তেভাও। গোললাইনের সামনে থেকে চমৎকার বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন চেলসির এই ফরোয়ার্ড।
৭ মিনিট পর চিলির গিয়ের্মো মারিপানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে ভিএআর মনিটরে ফাউলের রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে হলুদ কার্ড দেখান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ সুযোগ পান এস্তেভাও। ৪৬ মিনিটে শট লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। নয় মিনিট পর গাব্রিয়েল মার্তিনেল্লির শট ফেরান চিলি গোলরক্ষক। ৭১ মিনিটে বদলি নামার কয়েক সেকেন্ডের মধ্যে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পাকেতা।
লুইস এইহিকের ক্রসে খুব কাছ থেকে হেডে জাল খুঁজে নেন ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই মিডফিল্ডার। ৭৬ মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন গিমারাইস। এই গোলেও আছে এইহিকের অবদান। তার শট কোনোমতে ঠেকান চিলি গোলরক্ষক। ছুটে গিয়ে ফিরতি বল জালে পাঠান নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার গিমারাইস।
লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ১৭ ম্যাচে সর্বোচ্চ ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। অপরদিকে, পেরুকে ৩-০ গোলে হারিয়ে সরাসরি বিশ^কাপে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে দুইবারের বিশ্ব চ্যাম্পিনরা। বলিভিয়াকে একই ব্যবধানে হারিয়ে সরাসরি বিশ^কাপে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে পাঁচে।
আর্জেন্টিনা ও ব্রাজিলের পাশাপাশি আগেই চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছিল ইকুয়েডর। তাদের সঙ্গে গোলশূন্য ড্র করে প্যারাগুয়েও জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। ২৬ পয়েন্ট নিয়ে চারে আছে ইকুয়েডর। এক পয়েন্ট কম নিয়ে ছয়ে প্যারাগুয়ে। আন্তঃমহাদেশীয় প্লে-অফের জন্য লড়াইয়ে আছে পরের দুটি স্থানে থাকা ভেনিজুয়েলা (১৮) ও বলিভিয়া (১৭)।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন