২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মূল পর্বে প্রথম আফ্রিকান দল হিসেবে নিজেদের জায়গা নিশ্চিত করল মরক্কো। শুক্রবার রাতে ঘরের মাঠে ১০ জনের নাইজারকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে জায়গা করে নেয় তারা।
এই জয়ের মাধ্যমে গ্রুপ ‘ই’ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে দুই ম্যাচ হাতে রেখেই বিশ্ব আসরের টিকিট কাটল বিশ্ব র্যাঙ্কিংয়ের ১২ নম্বর দলটি।
ম্যাচের শুরু থেকেই মরক্কোর দাপট ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধেই ইসমাইল সাইবারির জোড়া গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর নাইজারের আবদুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে মরক্কোর হাতে। ১০ জনের প্রতিপক্ষকে পেয়ে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে তারা।
বিরতির পর গোল উৎসবে যোগ দেন আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজেদ্দিন উনাহি। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে নাইজারের রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।
এই জয়ের পর ৬ ম্যাচে ৬ জয় নিয়ে গ্রুপের শীর্ষে আছে মরক্কো। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ৪৮ দলের বিশ্বকাপে ১৭তম দল হিসেবে নাম লেখালো তারা।
উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল। প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল তারা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন