বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৪৭ এএম

সুন্দরবনে বনবিভাগের চিরুনি অভিযান শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০১:৪৭ এএম

সুন্দরবনে বনবিভাগের  চিরুনি অভিযান শুরু

সুন্দরবনে অনুপ্রবেশ, অবৈধ মৎস্য আহরণ ও জলদস্যুদের তৎপরতা বেড়ে যাওয়ায় বনবিভাগ বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে। গত শনিবার থেকে শুরু হওয়া এ অভিযানে সুন্দরবনের বিভিন্ন অভয়ারণ্য, খাল ও নদীতে টহল ও তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান।

বনবিভাগের সূত্র জানায়, সম্প্রতি কিছু অসাধু চক্র অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকার করছে। কেউ কেউ বিষ প্রয়োগ ও জাল ফেলে মাছ ধরছে। এ ছাড়া বন্যপ্রাণী শিকারের অভিযোগও পাওয়া গেছে। এসব অনিয়ম ও অপরাধ দমনের লক্ষ্যেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান চলাকালে বনরক্ষীরা সন্দেহভাজন নৌকা ও জাল বাজেয়াপ্ত করেন। অবৈধভাবে প্রবেশকারীদের সতর্ক করার পাশাপাশি কয়েকজন জেলের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

স্থানীয় মৎস্য জেলে একরামুল (ছদ্মনাম) বলেন, ‘সুন্দরবনের ক্ষতির বড় কারণ কিছু দালালচক্র ও কোম্পানি। তাদের ইন্ধনে অনেক জেলে অপকর্মে জড়ায়। সুন্দরবন রক্ষায় আগে এসব দালাল ও কোম্পানিকে সরাতে হবে।’

নীলডুমুর এলাকার বাসিন্দা মোজাম্মেল হক বলেন, ‘কিছু অসাধু কোম্পানি ও জেলের কারণে নিরীহ জেলেদের ভুগতে হয়। আমাদের দাবি, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।’

পশ্চিম বনবিভাগের সরকারি বন সংরক্ষক ফজলুর রহমান জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে নিয়মিত টহলের পাশাপাশি এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জেলেদেরও সচেতন করা হচ্ছে যেন তারা বৈধ পাস-পারমিট ছাড়া সুন্দরবনে প্রবেশ না করে এবং ক্ষতিকর পদ্ধতিতে মাছ আহরণ না করে।

স্থানীয় সচেতন মহল বনবিভাগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সুন্দরবনের সম্পদ ও বন্যপ্রাণী অনেকাংশেই সুরক্ষিত থাকবে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!