নাটোরে বাগাতিপাড়ায় প্রথম স্ত্রীর পর দ্বিতীয় স্ত্রীর তালাকের খবরে রনি আহমেদ (২৭) নামের এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। গত সোমবার রাতে উপজেলার জামনগর ইউনিয়নের ম-লপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রনি আহমেদ ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের একমাত্র সন্তান ছিল।
পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নানা কারণে রনির সচ্ছল সংসার ধ্বংসের মুখে পড়ে। প্রায় এক বছর আগে স্ত্রী তাকে তালাক দিয়ে একমাত্র সন্তানকে নিয়ে চলে যায়। এরপর প্রায় ৬ মাস আগে রনি জামনগর ইউনিয়নের চাঁপাপুকুর এলাকায় দ্বিতীয় বিয়ে করে। কিন্তু সংসারে শান্তি ফিরে না আসায় সম্প্রতি দ্বিতীয় স্ত্রীও চলে গিয়ে পরে রনিকে তালাক দেয়। গত সোমবার স্ত্রীর তালাকের খবর পেয়ে রনি মানসিকভাবে ভেঙে পড়ে এবং রাতে নিজ ঘরে কীটনাশক পান করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন