ট্রাস্ট ব্যাংক অত্যন্ত গুরুত্বের সঙ্গে জানাচ্ছে যে, কারিগরি সেবার মানোন্নয়নের লক্ষ্যে তাদের কিছু পরিষেবা নি¤œলিখিত সময়ানুযায়ী সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়ে ডেবিট কার্ড লেনদেন, পিওএস (চঙঝ) পরিষেবা, এটিএম এবং এসএমএস/ইন্টারনেট ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
সময়সূচি শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) রাত ১২:০১; শেষ: ১৮ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) দুপুর ২:০০। এই অপরিহার্য রক্ষণাবেক্ষণের কারণে সৃষ্ট অসুবিধার জন্য ব্যাংক আন্তরিকভাবে দুঃখিত এবং গ্রাহকদের ধৈর্য ও সহযোগিতার বিনীত প্রশংসা করে। আরও তথ্যের জন্য গ্রাহকেরা ট্রাস্ট ব্যাংকের কল সেন্টারে ১৬২০১ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট িি.িঃনষনফ.পড়স ভিজিট করতে পারেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন