যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল পৌরবাস টার্মিনালের সামনে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে চয়ন হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় শাহিন হোসেন (২২) আরেকজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার পৌরবাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চয়ন হোসেন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মুকুল হোসেনের ছেলে এবং আহত শাহীন কাগজপুকুর গ্রামের শাহাজালালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল থেকে যশোরগামী একটি ট্রাক (যশোর-ট-১১-৫৯০২ নম্বর) ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেল আরোহীর দু'জনের মধ্যে কারোই মাথায় হেলমেট ছিল না।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোটরসাইকেলচালক চয়নকে মৃত ঘোষণা করেন এবং অপরজন শাহিনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক এবং মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পর পরই চালক ট্রাকের চালক পালিয়ে গেছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন