বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:৫৩ পিএম

রাকসু নির্বাচন

৬ দাবি ছাত্রদলের, ৭ দাবি শিবিরের

রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫, ১১:৫৩ পিএম

৬ দাবি ছাত্রদলের, ৭ দাবি শিবিরের

  • স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ও ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের
  • ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা এবং ভোটের দিন ক্যাম্পাসে সাধারণের প্রবেশ নিষিদ্ধ চায় শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারসহ ছয় দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদল সমর্থিত প্যানেল। এ ছাড়া ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনাসহ সাত দাবি জানিয়েছে শিবির সমর্থিত প্যানেল। 

গতকাল বুধবার দুপুরে ছাত্রদল মনোনীত রাকসুর ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর ছয় দফা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেন।

দাবিগুলোর মধ্যে রয়েছেÑ ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার, ভুয়া ও জাল ভোট প্রতিরোধে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন, ডিজিটাল কারচুপি ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ ঠেকাতে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা, ভোট চলাকালে বৈধ কার্ডধারী ছাড়া অন্য কারও ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, নির্বাচনে অবৈধ অর্থের প্রভাব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আচরণবিধি সবার জন্য সমানভাবে পর্যবেক্ষণ ও বাস্তবায়ন করা।

দাবি প্রসঙ্গে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের দিন সাধারণ ভোটার ও নির্বাচন কমিশনের পাস ছাড়া কেউ যেন কেন্দ্রে প্রবেশ করতে না পারেন, তা আমরা বাস্তবায়ন করব। এ ছাড়া নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের প্রস্তুতি চলছে। বিশ্ববিদ্যালয় পরিবারের নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সবাই আন্তরিকভাবে কাজ করছেন।’

তপশিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে।

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা এবং ভোটকেন্দ্রে সিসি টিভিসহ ৭ দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। গতকাল বুধবার বিকেলে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে তারা এই স্মারকলিপি দেন।

তাদের দাবিগুলো হলো, পোলিং এজেন্টদের প্রবেশাধিকার এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সুবিধা নিশ্চিত করা; সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা এবং কেবল প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার প্রদান করা; ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা এবং বিশেষজ্ঞ টিম রাখা; তবে কোনো প্রার্থী মেশিনে প্রযুক্তিগত সমস্যা নিয়ে আপত্তি করলে ম্যানুয়ালি ভোট গণনার ব্যবস্থা রাখা; প্রতিটি ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা; ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা এবং নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা।

প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমরা ইতিমধ্যে জাকসু নির্বাচনে দেখেছি, ফলাফল আসতে তিন দিন সময় নিয়েছে। আমাদের এখানে ভোট কয়েক গুণ বেশি। এতে আমাদের এখানে ফলাফল পেতে এক সপ্তাহ সময় লেগে যাবে। ফলে এখানে ত্রুটিমুক্ত ওএমআর মেশিনে ভোট গণনা করতে হবে। তবে কোনো প্রার্থীর অভিযোগ থাকলে তা ম্যানুয়ালি চেক করতে হবে।’

আচরণবিধির বিষয়ে তিনি বলেন, ‘আমরা প্রচারণার ক্ষেত্রে আচরণবিধিকে অনেক গুরুত্বসহকারে দেখেছি। এ পর্যন্ত কোনো প্রার্থী বা প্যানেল আমাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ লিখিত আকারে করতে পারেনি। তবে আমরা প্রথম দিক থেকে দেখছি ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে। তারা শ্রেণিকক্ষে প্রচারণা চালাচ্ছে, ঝাড়ুদার দিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছে। আমরা আহ্বান করব, আপনারা আচরণবিধি মেনে প্রচারণা চালান।’ 

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাকসু নির্বাচন কমিশনে দাবি দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মোস্তাকুর রহমান বলেন, ‘ছাত্রদলের বাইরে তাদের মাদার সংগঠন দাবি পেশ করে, সেটাকে পেশাদার মনে করছি না। ছাত্রদলের দাবি ছাত্রদলের নিজেরই পেশ করা উচিত।’

রূপালী বাংলাদেশ

Link copied!