ঠাকুরগাঁওয়ের ঢোলারহাট এলাকায় সাপের কামড়ে রঞ্জনা রায় (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রঞ্জনা রায় ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের সঞ্জয় রায়ের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাড়িঘর পরিষ্কার করে ঘর লেপন করছিলেন রঞ্জনা রায়। একপর্যায়ে ঘরের কোনায় মাটি সরানোর সময় ডান হাতে সাপ দংশন করে। পরিবার প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করায়। পরে অবস্থার অবনতি হলে দুপুরে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন