বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০১:১১ এএম

পূজার সাজে ভিন্নতা

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০১:১১ এএম

পূজার সাজে ভিন্নতা

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দুর্গাপূজা। পূজা আর উৎসব নয়, এটি ফ্যাশনের এক অন্যরকম উদযাপনও বটে। সারা দেশে পূজাম-প বসে প্রায় ত্রিশ হাজারের উপরে। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশজুড়ে দুর্গাপূজায় নারীরা সাজেন নতুন-নতুন পোশাকে, যেখানে আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন চোখে পড়ে স্পষ্ট। দুর্গাপূজার শাড়ির তালিকায় শীর্ষে আজও রাজত্ব করছে জামদানি। হাতে বোনা জামদানির পাশাপাশি বালুচরী সিল্কের শাড়িও সমান জনপ্রিয়তা পেয়েছে। আমাদের ঐতিহ্যকে ধরে রেখে আধুনিকতার ছোঁয়াও এসেছে জামদানি ও বালুচরিতে। ঐতিহ্যের পাশাপাশি এবার পূজায় আধুনিক ফিউশন স্টাইলের কুর্তি ও কো-অর্ড সেটেরও প্রবণতা বেড়েছে। অ্যাসিমেট্রিকাল ব্লাউজ, করসেট ডিজাইন আর ফ্লোরাল প্রিন্টের কুর্তি নারীদের আকর্ষণ করেছে অনেক বেশি।

সাদা-লাল ঐতিহ্যকে রক্ষা করে পাস্টেল ও উজ্জ্বল রঙের সমন্বয় দেখা গেছে। গাঢ় নীল, হলুদ ও গোলাপি রঙের পোশাক পূজায় প্রাণবন্ততা এনেছে। পুরোনো ঐতিহ্য বজায় রেখে সোনালি ঝুমকা, নেকলেস এখনো ফ্যাশনের অঙ্গ। তবু আজকের তরুণীরা ন্যাচারাল মেকআপ ও হালকা রঙের লিপস্টিককেই বেশি গুরুত্ব দিচ্ছে। ঢাকার আড়ং, ইনফিনিটি, নকশি বাজারের মতো বড় ব্র্যান্ড থেকে শুরু করে অনলাইন মার্কেটপ্লেসে পর্যন্ত পূজার পোশাক কেনাকাটা এখন অনেক সহজ ও বৈচিত্র্যময়। বিশেষ করে পূজার আগে আগে কেনাকাটা করলে ভালো ছাড় পাওয়ার সুযোগ থাকে। ২০২৫ সালের দুর্গাপূজায় ঢাকায় ফ্যাশনের ট্রেন্ডে এসেছে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ। নতুন ডিজাইন, কাপড় ও স্টাইলের সমন্বয়ে সাজানো হয়েছে শাড়ি, কুর্তি, জামদানি ও কো-অর্ড সেট। এ ছাড়া, গহনা ও মেকআপেও নতুনত্ব দেখা যাচ্ছে।

এই বার দুর্গাপূজায় যে ধরনের ড্রেস লক্ষ্য করা যাচ্ছে-

শাড়ি

এবার দুর্গাপূজায় জামদানি শাড়ি, বালুচরী সিল্ক শাড়ি, প্রিন্টেড কটন/জর্জেট শাড়ি, বানারসি ও মিক্সড সিল্ক শাড়ি অনেক লক্ষ্য করা যাচ্ছে। এই শাড়িগুলোতে নিত্যনতুন ডিজাইন লক্ষ্য করা যাচ্ছে; এবার সাদা-লাল রঙের ঐতিহ্যবাহী শাড়ি, ফুলফুলে ফ্লোরাল প্রিন্ট, আধুনিক ব্লাউজ ডিজাইন (করসেট, হাই নেক, স্লিভলেস), কো-অর্ড সেট (মিলানো টপ ও ট্রাউজার/স্কার্ট) নজর কাড়ছে। এবারের ফ্যাশনে জামদানি শাড়ি, ব্লাউজ ও ড্রেসের চাহিদা বেড়েছে। টিস্যু সিল্ক ও পাট্টু সিল্কও চলছে। এই সময়ের শিউলি ফুলের নকশাযুক্ত শাড়ি এবারের পূজার বিশেষ আকর্ষণ। এই শাড়ি পূজার দিনগুলোতে পরিধানে নতুনত্ব আনবে। এখন একটা নতুন ডিজাইন দেখা যাচ্ছে  কো-অর্ড সেট ও ফিউশন কুর্তি। 

টপস কুর্তি

কো-অর্ড সেট (টপ ও ট্রাউজার) ও ফিউশন কুর্তি (কেপ স্টাইল, অ্যাসিমেট্রিকাল কাট) আধুনিক ফ্যাশনের প্রতীক হয়ে উঠেছে। ফ্লোর-লেন্থ ড্রেসও জনপ্রিয়তা পাচ্ছে। ফ্লোরাল প্রিন্ট ও ডিজিটাল প্রিন্ট ও ফ্লোরাল মিনি ড্রেস, এ-লাইন ড্রেস ও স্মোক টপ ড্রেস ফ্লোরাল প্রিন্টে ট্রেন্ডিং লক্ষ্য করা যাচ্ছে। ডিজিটাল প্রিন্টের শার্ট ও ওয়ান পিসও জনপ্রিয়তা পাচ্ছে।

গহনা ও মেকআপ

স্টেটমেন্ট নেকপিস ও ঝুমকা কানের দুল ঐতিহ্যবাহী গহনা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আধুনিক ডিজাইনের গহনা ও মেকআপ ফ্যাশনে নতুনত্ব যোগ করছে।

কেনাকাটার টিপস

অর্ডার আগে করুন: পূজার আগে অর্ডার দিলে ভালো ডিসকাউন্ট পাওয়া যায়।

মিলিয়ে নিন ব্লাউজ ও শাড়ি: শাড়ি ও ব্লাউজের ডিজাইন ও রং মিলিয়ে নিন।

হালকা কাপড় বেছে নিন: গরম এড়াতে হালকা কাপড়ের পোশাক বেছে নিন।

অনলাইন রিভিউ দেখুন: অনলাইন কেনাকাটায় রিভিউ দেখে নিন।

এই বছর ঢাকার ফ্যাশনে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ দেখা যাচ্ছে। নতুন ডিজাইন ও কাপড়ের সমন্বয়ে সাজানো হয়েছে পোশাক, যা দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।

 

 

রূপালী বাংলাদেশ

Link copied!