চট্টগ্রামের চন্দনাইশে সাতকানিয়া সীমান্তের সাতকানিয়া দ্বীপ চরতীতে অবৈধ গ্যাস সিলিন্ডারের গুদামে সিগারেট ধরাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে মালিক-কর্মচারীসহ আগুনে ১০ জন দগ্ধ হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন- মাহবুবুর রহমান (৪২), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ লিটন (২৮), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭) ও মোহাম্মদ ছালেহ (৩৩)। দগ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
জানা যায়, স্থানীয় মৃত কবির আহম্মদের ছেলে মাহাবুবুল আলম অবৈধভাবে গ্যাসের গুদাম করে গত ১ বছর ধরে গ্যাস সিলিন্ডার রিফিল করে আসছিলেন। সেখান থেকে চন্দনাইশ সাতকানিয়া বিভিন্ন এলাকায় গ্যাস সাপ্লাই দিয়ে আসছিল। বুধবার সকালে সিলিন্ডারের মালিক মাহাবুসহ বিভিন্ন দোকানে গ্যাস সাপ্লাই দেওয়ার শ্রমিকদের দিয়ে গ্যাস বাঁচাইকালে এক শ্রমিক সিগারেট খাওয়ার পর অবশিষ্টংশ নিচে পড়ে, সেখান থেকে আগুনের সূত্রপাত্র ঘটে। এ সময় গুদামের শত শত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুদামের মালিক মাহাবুসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। দগ্ধ সকলেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছে।
চন্দনাইশ ফায়ার স্টেশনের অপারেশন অফিসার সাবের আহমদ বলেন, ভোর ৬টা ৫০ মিনিটের দিকে গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন