এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। এ ঘটনায় ক্রিকেট বিশে^ তোলপাড় সৃষ্টি হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর সুপার ফোরে আবারও মুখোমুখি হচ্ছে এ দুই দল। এবার কি দুই দলের ক্রিকেটাররা হাত মেলাবেনÑ সেই প্রশ্ন উঠছে। তবে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের কড়া নির্দেশ দিয়েছে আইসিসি। ক্রিকেট-বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদন অনুযায়ী, আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তার সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি। সেই বৈঠকের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান।
সেখানে পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয়েছে, সুপার ফোরের ম্যাচে যেন পাকিস্তান ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যান। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে তুলকালাম চললেও আইসিসির এই নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান। অর্থাৎ, সুপার ফোরের ম্যাচেও দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে দেখা যাবে না। এদিকে, হ্যান্ডশেক না করার ঘটনা ঘিরে তৈরি হওয়া বিতর্ক ছাপিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের খেলায় মন দেওয়ার আহ্বান জানিয়েছেন ১৯৮৩ সালের বিশ^কাপজয়ী অধিনায়ক কপিল দেব।
সাবেক ভারতীয় অধিনায়কের বিশ^াস, সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এবারও এশিয়া কাপের শিরোপা ধরে রাখবে। তিনি জানান, ‘এসব খুব ছোটখাটো বিষয়। কেউ যদি করমর্দন না করে, তাতে সমস্যা কোথায়? এটা খেলার নিয়ম নয়; বরং ব্যক্তিগত পছন্দ। এ নিয়ে বিতর্ক তৈরি করা অযৌক্তিক। ভুল বক্তব্য দিয়ে বিতর্ক বাড়ানো ঠিক নয়। পাকিস্তান ভালো ক্রিকেট খেলেনি, সেটা নিয়ে কাজ করা উচিত তাদের।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন