মৌলভীবাজার জেলার জুড়ীতে ‘রুম টু রিড’ বাংলাদেশের জেন্ডার ইকুয়ালিটি পোর্টফোলিও আয়োজিত একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জীবন-দক্ষতা বৃদ্ধি করা এবং জেন্ডার সমতা সুনিশ্চিত করার লক্ষ্যে শিশু সুরক্ষা নীতিমালা, যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ এবং যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন। গত বৃহস্পতিবার মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, একাডেমি সুপারভাইজর তাহমিনা চৌধুরী, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, রুম টু রিড প্রোগ্রাম অফিসার চাঁদনী রায়, প্রোগ্রাম এসোসিয়েট লুবাইনা সুলতানা, ৮টি বিদ্যালয়ের রুম টু রিড সোশ্যাল মোবিলাইজার, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম এবং জুড়ী থানার এসআই মো. ফরহাদ মিয়া।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন