বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেটাঙ্গানে। আগামী ৪ অক্টোবর হবে বিসিবি নির্বাচন। এর আগে বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন নেওয়ার সময়সীমা ছিল ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। তবে সেই সময়সীমা ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরই মধ্যে ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিলেন বিসিবির সভাপতি পদে প্রার্থী হিসেবে আলোচনায় থাকা তামিম ইকবাল খান।
কয়েক দফায় কাউন্সিলর দাখিলের সময়সীমা বাড়ানো হলো। এর আগে ১৭ সেপ্টেম্বর কাউন্সিলর মনোনয়নের শেষ দিন ধার্য ছিল। পরবর্তীতে দুই দফা বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর করা হয়। আরেক দফা পাল্টে সেই সময় বেড়েছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন বিসিবির পরিচালনা পর্ষদের পরিচালকেরা। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, ক্যাটাগরি-২ থেকে ঢাকার ক্লাবগুলো থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। তাদের ভোট দেবেন ৭৬ ক্লাব কাউন্সিলর। এ ছাড়া আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি থাকেন ক্যাটাগরি-১ থেকে, যেখানে দেশের ৬৪ জেলা ও আটটি বিভাগের কাউন্সিলরদের ভোটে ১০ পরিচালক নির্বাচিত হন। ক্যাটাগরি-৩ ‘অন্যান্য প্রতিনিধি’ হিসেবে একজন এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন বোর্ড পরিচালক মনোনীত হবেন। পরবর্তী সময়ে ২৫ জন পরিচালকের ভোটে নির্বাচিত হবেন বিসিবি সভাপতি। ঢাকার ক্লাব ক্রিকেট থেকে কাউন্সিলরশিপের মনোনয়ন দাখিল করাদের নাম চূড়ান্ত হলেও এখনো অনুমোদন হয়নি। ধারণা করা হচ্ছিল, তামিম ইকবাল গুলশান ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলর হতে পারেন, শেষ পর্যন্ত হলেন ওল্ড ডিওএইচএস থেকে। এ ছাড়া শীর্ষ ক্লাব আবাহনীসহ আরও কয়েকটি ক্লাব থেকে কাউন্সিলর কে হবেন, তা এখনো চূড়ান্ত নয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন