রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লির একটি বাসা থেকে হাসিনা বেগম (৬৩) নামের এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শিলের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সাজেদুল হক সাজু (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ওই বৃদ্ধার পালিত নাতি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গতকাল রোববার সকালে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
যাত্রাবাড়ী থানার এসআই শেখ মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে যাত্রাবাড়ীর ধলপুর সিটি পল্লির টিনশেড একটি বাসা থেকে হাসিনা বেগম নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি আরও জানান, ঘাতক সাজেদুল হক সাজু ভুক্তভোগী বৃদ্ধার পালিত নাতি। তিনি (সাজু) কিছু দিন ধরে বৃদ্ধা হাসিনার বাসার বারান্দায় থাকতেন। তিনি মাদকাসক্ত। গত শনিবার সন্ধ্যার দিকে শিল দিয়ে বৃদ্ধার মাথা, মুখসহ বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহত হাসিনা বেগমের ভাতিজা আশরাফ আলী জানান, হাসিনা বেগম জামালপুরের সদর উপজেলার জোয়ানপাড়া গ্রামের প্রয়াত আব্দুর রহমানের মেয়ে। ২০ বছর আগে হাসিনার স্বামী মারা যান। যাত্রাবাড়ীতে ভাড়া বাসায় থেকে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করতেন তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন