মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:১২ এএম

বার্সেলোনার জয়ের নায়ক তোরেস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০২:১২ এএম

বার্সেলোনার জয়ের নায়ক তোরেস

স্প্যানিশ লা লিগায় গত শনিবার রাতে বার্সেলোনা ৩-০ গোলে হারায় গেতাফকে। তাদের এই জয়ের নায়ক জোড়া গোলদাতা ফেরান তোরেস। এ জয়ে লিগে তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে কাতালানরা। খেলার ১৫ মিনিটে দানি ওলমোর কাটব্যাক থেকে প্রথম গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ২০ মিনিট পর রাফিনহার পাস পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি। লিগে এটি ছিল তার চতুর্থ গোল।

চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসলের বিপক্ষে জয়ের নায়ক মার্কাস র‌্যাশফোর্ড দ্বিতীয়ার্ধে রাফিনহার বদলি হয়ে নামেন। নেমেই আক্রমণে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ৬২ মিনিটে তার পাস থেকে দানি ওলমো নিশ্চিত করেন দলের তৃতীয় গোল। ম্যাচের শুরুতে অবশ্য সুযোগ এসেছিল গেতাফের। ২৫ গজ দূর থেকে ফ্রি-কিক পেয়েও রাফিনহার শট হয় লক্ষ্যভ্রষ্ট। প্রথমার্ধে বলের দখল বার্সার হাতে থাকলেও বারবার ছোট ছোট ফাউলের কারণে ছন্দ পাচ্ছিল না ম্যাচে। তবে ১৫ মিনিটে রাফিনহার নিখুঁত পাস থেকে ওলমোর ব্যাকহিল অ্যাসিস্টে ফেরান তোরেস গোল করে দলকে এগিয়ে নেন। ২৮ মিনিটে ব্যবধান বাড়াতে পারতেন রবার্ট লেভানডোভস্কি। কিন্তু পেদ্রির নিচু ক্রসে তিনি ঠিকমতো বল স্পর্শ করতে ব্যর্থ হন।

৩২ মিনিটে সময় নষ্ট করায় হলুদ কার্ড দেখেন রাফিনহা। তবে দুই মিনিট পর মাঝমাঠ থেকে বল নিয়ে দুর্দান্ত পাস দেন ফেরানকে, আর তোরেস দ্বিতীয়বারের মতো জালে বল পাঠান। বিরতির আগেই হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ফেরান। তবে তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরলে বঞ্চিত হন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গেতাফে ম্যাচে ফিরতে পারতো। হাভি মুনিওসের শট অল্পের জন্য বাইরে চলে যায়। তবে ৬২ মিনিটে র‌্যাশফোর্ডের তৈরি করা আক্রমণ থেকে গোল করে ম্যাচে বার্সার জয় নিশ্চিত করেন ওলমো। ৫ ম্যাচে বার্সার সংগ্রহ ১৩ পয়েন্ট। সমান ম্যাচে শীর্ষে থাকা রিয়ালের অর্জন ১৫।

রূপালী বাংলাদেশ

Link copied!