প্রায় ১২ ঘণ্টা আগে সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এই উৎসবের রেশ না কাটতেই শ্রীলংকাকে ¯্রফে উড়িয়ে দিয়েছে বাফুফে একাডেমি দল। বাফুফে একাডেমি ৮-০ গোলে হারিয়েছে শ্রীলংকার কিশোরদের। চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় জয় এটি।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাফুফে একাডেমি দল ৪-০ গোলে সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে। বয়সভিত্তিক পর্যায়ের এই টুর্নামেন্টের ম্যাচের পরিধি ৮০ মিনিট। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম মিনিটেই নাইম গোল করেন। তাহসান ১৬, রনি ২২ ও হেদায়েত ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। বিরতির পর আরও ৪ গোল করে বাংলাদেশ। তাহসান ৪৩ মিনিটে দ্বিতীয়ার্ধে গোলের সূচনা করেন। স্বপন ৫২ ও মেহেদী ৭১ এবং ৭৬ মিনিটে জোড়া গোল করেন। চীনে আমন্ত্রিত টুর্নামেন্টে বাফুফে একাডেমি দল আগামীকাল চীনের স্থানীয় ইউহানের সঙ্গে খেলবে। এর আগে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক নারী দল গত পরশু বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন