আবারও ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। হঠাৎ কম্পনে আতঙ্ক তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে। সিঁড়ি ও বারান্দা দিয়ে দৌড়ে নামতে গিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু পরে এ ঘটনা ঘটে।
শামসুন নাহার হল সংসদের জিএস জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর হলের কয়েকটি ব্লকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আতঙ্কে ছুটাছুটি করার সময় তিন শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন