ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে তরুণ এমপাওয়ার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম বলেন, ছাত্রশিবিরের কোনো পর্যায়ের নেতাকর্মীর হাতে কোনো নারীর শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনার কোনো নজির নেই। বাংলাদেশে ইনসাফ নির্মাণ না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া, রাজশাহী মহানগর সভাপতি শামীম উদ্দিন, সেক্রেটারি ইমরান নাজিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন