শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১২:৫৭ পিএম

আইরিশদের ৫০৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ১২:৫৭ পিএম

ইনিংস ঘোষণার পর মাঠ ছাড়ছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক।  ছবি- সংগৃহীত

ইনিংস ঘোষণার পর মাঠ ছাড়ছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ছবি- সংগৃহীত

মিরপুরে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। লিড দাঁড়িয়েছে ৫০৮ রানে। আয়ারল্যান্ডের সামনে এখন ৫০৯ রানের লক্ষ্য।

সেঞ্চুরির পথে থাকা মুমিনুল হক সেঞ্চুরি ছুঁতে পারেননি। লাঞ্চ থেকে ফিরে ১১৮ বলে ৮৭ রান করে আউট হয়েছেন মুমিনুল। অন্য প্রান্তে মুশফিকুর রহিম তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি। ৮১ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুশফিক।

এর আগে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ক্রিজে টিকে ছিলেন সাদমান ইসলাম এবং মুমিনুল হক। দিনের শুরুতেই বিদায় নিয়েছেন ওপেনার সাদমান। ১১৯ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলের ১৭৩ রানের মাথাতে বিদায় নেন তিনি। তাকে সাজঘরে ফিরিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।

চারে নেমে বেশিক্ষণ টেকেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ বলে ১ রান করে সাজঘরে ফিরেছেন শান্ত। এরপর মুমিনুলের সাথে জুটি বাঁধেন মুশফিকুর রহিম। দেখেশুনে এগিয়েছেন মুশফিক-মুমিনুল। দুজনের সাবলীল ব্যাটিংয়ে লিড বাড়িয়েছে বাংলাদেশ।

বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ফিফটি ছুঁয়ে ফেলেন মুমিনুল। ফিফটি ছুঁয়েও চলেছে মুমিনুলের উইলোবাজি। দারুণ সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন মুশফিকও। দুই অভিজ্ঞ কান্ডারীর ব্যাটে ভর করে এগিয়েছে বাংলাদেশের ইনিংস। লিড পার করে ফেলে ৪৫০।

কার্যকরী ব্যাটিংয়ে বাংলাদেশকে নির্ভার রেখেছেন মুমিনুল-মুশফিক। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২৮০ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। লাঞ্চ থেকে ফিরেই করেছে ইনিংস ঘোষণা। ৪ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের হয়ে ২ উইকেট নেন গ্যাভিন হোয়ে। এ ছাড়া ১টি করে উইকেট শিকার করেছেন জর্ডান নেইল এবং অ্যান্ডি ম্যাকব্রাইন।

রূপালী বাংলাদেশ

Link copied!