জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ভর্তিচ্ছুদের নির্বিঘ্ন অনলাইন রেজিস্ট্রেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত সবাইকে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন। আগামী ৭ ডিসেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ. বি. এম. আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরিচালনা করছে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)। আইআইটি’র পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান জানান, ‘পুরো প্রক্রিয়া সহজ, সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ভর্তি পোর্টালে পাওয়া যাবে: ju-admission.org। এছাড়া ২১ ডিসেম্বর ২০২৫ থেকে ভর্তি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন