ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আতাদী গ্রামে সাপের কামড়ে শাহ-আলম (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শাহ-আলম স্থানীয় হাফেজ মাতুব্বরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির পাশে রেললাইনের পাশে হাঁটতে বের হয় শাহ-আলম। অন্ধকারে হঠাৎ শরীরে কিছু কামড় দিলে সে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিফ জুবায়ের জানান, ‘শাহ-আলমকে সাপে কাটার পর মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল। তার হাতে সাপের কামড়ের চিহ্ন ছিল। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হলেও পথেই তার মৃত্যু হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন