বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০২:০০ এএম

ফেডারেশন কাপ

বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের দুর্দান্ত শুরু

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০২:০০ এএম

বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের দুর্দান্ত শুরু

গতকাল মঙ্গলবার শুরু হয়েছে ফেডারেশন কাপ। ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ আয়োজিত হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ১-১ গোলে ফর্টিজ এফসির সঙ্গে ড্র করেছে। কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ৩-২ গোলে পরাজিত করেছে বাংলাদেশ পুলিশকে। মোহামেডানের হয়ে ৩টি গোলই করেছেন স্যামুয়েল বোয়েটেং।

মালির সোলেমান দিয়াবাতেকে ছেড়ে দিয়ে নতুন মৌসুমে মোহামেডান এবার দলে ভিড়িয়েছে রহমতগঞ্জের ঘানার স্যামুয়েল বোয়েটেংকে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ডাবল হ্যাটট্রিকসহ সর্বাধিক ২১ গোল করা এই স্ট্রাইকার মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে নিজেকে চেনাতে পারেননি সাদাকালো জার্সিতে। দল হেরেছিল ৪-১ গোলে। তবে ফেডারেশন কাপের প্রথম ম্যাচেই খোলস ছেড়ে বেরিয়েছেন ঘানাইয়ান এই ফরোয়ার্ড। নতুন ক্লাবে বোয়েটেং গোলের খাতা খুললেন হ্যাটট্রিক দিয়ে।

গত ফেডারেশন কাপে মোহামেডান বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে। এই বোয়েটেংদের দল রহমতগঞ্জের কাছে প্রথম ম্যাচ হেরে শনির দশা লেগেছিল আলফাজ আহমেদের দলের। এবার সেই বোয়েটেং সাদাকালো সমর্থকদের প্রত্যাশার পরিধি বাড়িয়ে দিলেন দারুণ হ্যাটট্রিক করে। কঠিন গ্রুপে পড়া মোহামেডানের প্রথম ম্যাচের দুর্দান্ত জয়ে শুরুতেই দলটিকে এগিয়ে রাখল টেবিলে। ম্যাচের ১০ মিনিট না যেতেই মোহামেডানের জালে বল পাঠিয়ে চমকে দেন পুলিশের ইসা ফয়সাল। মিনিট দুয়েক পরেই স্যামুয়েল বোয়েটেং গোল করে ম্যাচে সমতা আনেন। ৩০ মিনিটে আবার লিড নেয় পুলিশ। এবার গোল করেন ব্রাজিলের দানিল। ২-১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে মোহামেডান। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মধ্যেই আবার সমতা আনেন বোয়েটেং। ৭৩ মিনিটে স্যামুয়েল বোয়েটেং হ্যাটট্রিক করে প্রথমবারের মতো লিড এনে দেন মোহামেডানকে। বাকি সময় ওই লিড ধরে রেখে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা মোহামেডান।

এদিকে চ্যালেঞ্জ কাপে চ্যাম্পিয়ন হলেও ফেডারেশন কাপে ড্র দিয়ে যাত্রা শুরু করল কিংস। নিজেদের আঙিনায় অনুষ্ঠিত ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে ফর্টিজ এফসির সঙ্গে। প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচে ৪৭ মিনিটে লিড নেয় কিংস। ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোল করলে স্বস্তি ফেরে চ্যাম্পিয়নদের ডাগআউটে। তবে ফর্টিস ম্যাচ ছাড়ে কিংসের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে। যদিও ফর্টিস গোলটি পেয়েছে ভাগ্যগুণে। ৮৫ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে কিংস। ফর্টিসের সাগর গোলমুখে ক্রস নিলে কিংসের রক্ষণের ভুল বোঝাবুঝিতে তারিক কাজী করেন আত্মঘাতী গোল। ইনজুরির সময় আরেকবার কিংসের জালে বল পাঠিয়েছিল ফর্টিস। তবে অফসাইড ছিল বলে বেঁচে গেছে ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা। মঙ্গলবার শুরু হওয়া ফেডারেশন কাপ দুই ম্যাচ পরই চলে গেল লম্বা বিরতিতে। জাতীয় দলের এশিয়ান কাপের ম্যাচের কারণে এক মাস বন্ধ থাকবে ফেডারেশন কাপ। আবার শুরু হবে ২৪ অক্টোবর।
 

রূপালী বাংলাদেশ

Link copied!