বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০২:০৫ এএম

ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০২:০৫ এএম

ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে

প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলের পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরোয়ার্ড উসমান দেম্বেলে। বার্সেলোনার তারকা লামিনে ইয়ামালকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নেন তিনি। প্যারিসে গত সোমবার দিবাগত রাতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয় ২৮ বছর বয়সি দেম্বেলের হাতে। অবশ্য এবার ব্যালন ডি’অর জয়ের জন্য অনেকেই এগিয়ে রাখছিলেন দেম্বেলেকে।

গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়নস লিগ, লিগ আঁ ও ফরাসি কাপ জয়ে বড় অবদান রাখেন এই ফুটবলার। এ ছাড়া এক ম্যাচের শিরোপার লড়াই ফরাসি সুপার কাপেও জয়সূচক একমাত্র গোলটি করেন সাবেক বার্সেলোনার এই ফরোয়ার্ড। প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়নস লিগ বিজয়ী আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন দেম্বেলে। এর জন্য খেলেন ৫৩টি ম্যাচ। সরাসরি গোলে সহায়তা করেন ১৬টিতে।

অন্যদিকে, ফুটবলের আঙিনায় ইয়ামালও দারুণ উজ্জ্বল ছিলেন গত মৌসুমে। সেবার বার্সেলোনার লা লিগা, কোপা দেল ও স্প্যানিশ সুপার কাপ জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন তরুণ স্প্যানিশ উইঙ্গার। মৌসুমজুড়ে চোখধাঁধানো পারফরম্যান্সে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮টি গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেন তিনি। ২০২২ সালে কারিম বেনজেমার পর ব্যালন ডি’অর জিতলেন ফরাসি কোনো ফুটবলার। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে দেম্বেলে বললেন, মঞ্চে অনেক চেষ্টা করেও কান্না থামাতে পারেননি তিনি।

দেম্বেলে বলেন, ‘আমি কাঁদতে চাইনি, কিন্তু যখনই আমি পরিবার সম্পর্কে কথা বলতে শুরু করলাম, যারা আমার জন্য সব সময় সেখানে ছিলেন, চোখে পানি চলে এলো এবং আমি এটা আটকে রাখতে পারলাম না।’ দেম্বেলের কাছে ব্যালন ডি’অর জয় ব্যক্তিগত কোনো অর্জন নয়। তাই সংশ্লিষ্ট সবাইকে এটি উৎসর্গ করেন তিনি। দেম্বেলে বলেন, ‘এটা কখনোই ব্যক্তিগত লক্ষ্য ছিল না। ব্যক্তিগত দিক থেকে এ ধরনের স্বীকৃতি পাওয়া অসাধারণ। তবে এমন কিছু যখন ঘটে, অবশ্যই যে কেউই খুশি হয়, আনন্দিত হয়। এটা দলের জন্য। যারা আমার ভক্ত, পিএসজির সমর্থক, পুরো ক্লাব, স্টাফ ও দলের সব খেলোয়াড়ের জন্য এটি।’

এদিকে, টানা তৃতীয়বারের মতো মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানো বনমাতি। প্রথম নারী ফুটবলার হিসেবে তিনবার বর্ষসেরার এই পুরস্কার জিতলেন তিনি। ছাড়িয়ে গেলেন দুবার জেতা বার্সেলোনা ও স্পেনের আরেক ফুটবলার আলেক্সিয়া পুতেয়াসকে। ২৭ বছর বয়সি বনমাতি গত মৌসুমে বার্সেলোনা নারী দলের ঘরোয়া ট্রেবল জয়ে অবদান রাখেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন তিনি, নির্বাচিত হন উইমেন’স চ্যাম্পিয়নস লিগের মৌসুমসেরা খেলোয়াড়। প্রতিযোগিতাটির ফাইনালে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা। ব্যালন ডি’অর দেওয়ার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনা হয় ২০২২ সালে। আগে ক্লাব ও জাতীয় দলের হয়ে পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হলেও এখন বিবেচনায় ধরা হয় ইউরোপিয়ান ফুটবলের একটি মৌসুমকে (আগস্ট থেকে জুলাই)। সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্বাচিত হন।

একনজরে ব্যালন ডি’অর ২০২৫

ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)

ব্যালন ডি’অর (নারী): আইতানা বনমাতি (বার্সেলোনা, স্পেন)

ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)

ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)

ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)

ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)

কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)

বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি

বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল

জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর ইয়োরকেরেস (আর্সেনাল, সুইডেন)

জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)

সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশশন।

রূপালী বাংলাদেশ

Link copied!