নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী। নিয়মিত গান করছেন তিনি। সম্প্রতি এই গায়িকা নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন। এরই মধ্যে গান দুটির মিউজিক ভিডিওর কাজও শেষ করেছেন তিনি। ‘আমি ভালো আছি’ শিরোনামের গানটি লিখেছেন ইলা মজিদ। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেছেন ফাহমিদা নবী নিজেই।
অন্য ‘আকাশ উপুড়’ শিরোনামের গানটি লিখেছেন হাসান মাসুক ও সুর করেছেন সচ্ছল কাজী। সম্প্রতি ঢাকার অদূরে সুন্দর মনোরম লোকেশনে গান দুটির দৃশ্য ধারণ শেষ হয়েছে বলে জানিয়েছেন এই সুকণ্ঠী গায়িকা।
এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘ঢাকার অদূরে স্বপ্ন কুটির রিভারভিউ ভিলাতে দুটি গানের মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে। দুটি গানের কথা খুবই সুন্দর, ভীষণ কাব্যিক। যে কারণে একটি গানের সুর আমিই করেছি। আকাশ উপুড় গানটি আমেরিকার লস অ্যাঞ্জেলসে উচ্ছ্বাসের তত্ত্বাবধানে করেছিলাম। সেই সময়টার কথা খুব মনে পড়ছে। সত্যি বলতে কী দুটি গানেরই কথা এত চমৎকার যে, গানের সুরও যেন বাণী অনুযায়ীই অনেক সুন্দর হয়েছে। যে কারণে এই দুটি গান নিয়ে আমার প্রত্যাশাও একটু বেশি। আশা করছি, গান দুটি প্রচারে এলে ভালো লাগবে দর্শক-শ্রোতাদের।’
সামনে আরও বেশকিছু ভালো ভালো গান আসছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কী যেখানেই থাকি যেভাবেই থাকি গানের মাঝেই ডুবে থাকতে ভালো লাগে আমার।’
এরই মধ্যে ফাহমিদা নবী শেখ মোহাম্মদ রাজনের সুরে সোহেল আলমের কথায় আরও একটি গানের কাজ শেষ করেছেন। বৃষ্টি নিয়ে গানটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন। গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হলে প্রকাশ্যে আসবে বলে জানান তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন