রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চলাচলের রাস্তায় বেড়া, বিপাকে গ্রামবাসী

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০১:৪৩ এএম

চলাচলের রাস্তায় বেড়া,  বিপাকে গ্রামবাসী

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক পক্ষের বিরুদ্ধে। এতে করে বিপাকে পড়েছেন ধল্লা মৌজার প্রায় ২০টি পরিবারের শতাধিক বাসিন্দা। বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ধল্লা মৌজায় দেশের বিভিন্ন জায়গা থেকে আসা কিছু পরিবার প্রায় এক যুগ আগে অল্প অল্প জমি কিনে বসতি গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করলেও হঠাৎ গত ৩০ সেপ্টেম্বর (বুধবার) স্থানীয় আব্দুল সাত্তার গং চলাচলের রাস্তার পূর্ব ও পশ্চিম পাশ ঘিরে বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন।

ফলে ওই এলাকার বাসিন্দারা যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন। অনেকে দেয়াল টপকে বা বেড়ার ফাঁক দিয়ে কোনোমতে আসা-যাওয়া করছেন। এতে বিশেষ করে নারী, শিশু ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।

ভুক্তভোগী জাকির, আক্তার, সুজনসহ অনেকে অভিযোগ করে বলেন, ‘দুই পাশ বন্ধ করে আমাদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অমানবিক কাজ। আমরা এখন যাতায়াতের জন্য প্রশাসনের সহযোগিতা চাইছি। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে আব্দুল সাত্তার গংয়ের বক্তব্য জানতে চাইলে তাদের কাউকেই পাওয়া যায়নি। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!